এতো সুরের রঙিন সোনার তরী কোথায় গেলে পাবে?
যত বারেই ঘরে ফিরি,ভরে না মন তাতে-তাতে.
আরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইড়া দেও সোনার দেওরা রে-
আরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইড়া দেও সোনার দেওরা রে.
হাইরে আমরার বাড়ি আইস দেওরা বসতে দেবো
পিড়া হায় হায় বসতে দেবো পিড়া
আরে জলপান করিতে দেবো শালিক ধানের চিরা রে-
হাত ছাইড়া দেও সোনার দেওরা রে
আরে হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দেও সোনার দেওরা রে-
ভাবী আমার পরিয়াছে লাল রঙের শাড়ি-
ভাবী আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পড়িয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল কানে ঝুলিতেসে জুমকা নামের দুল
আরে আইজকা মোরা বাইচাল পারছি মনেরই মতন
হায় হায় মনেরই মতন
দেখো বাইচ খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে
হাত ছাইড়া দেও সোনার দেওরা রে
হায়রে আগা লায়ে বৈঠার সাথে মারবে তোমরা টান
আরে ঝড় তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দেও সোনার দেওরা রে
আরে হাতে লাগে ব্যথা রে-হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দেও সোনার দেওরা রে
এতো সুরের রঙিন সোনার তরী….. কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে তবু বরে না মন তাতে
🎶 Song information 🎶
ARTISTS
Pritom Hasan: Vocals
Islam Uddin Palakar: Vocals
Fazlu Majhi and Team: Vocals
Ripon Kumar Sarker: Vocals, Khamak
Animes Roy: Vocals, Shaker
Pradyut Chatterjea: Piano & Synth
Imran Ahmed: Electric Guitar
Resalat Rasheed: Bass Guitar
Mithun Chakra: Percussion
Md. Mobarak Hossain: Percussion
Salahuddin Mahmud: Harmonium
Wadid Mahmood: Electronic Drums
Shuvendu Das Shuvo: Mandolin
Nazrul Islam: Dhol
Ghaashphoring Choir:
Soloists: Ariba Tahrim Chaudhury, Sadia Seraj Saba
Bass: Omar Bin Parvez, Muhammad Tahmid Hussain Sumit
Alto: Armeen Musa, Atkia Sadia Rahman
Tenor: Bishal Dhar Shuvo, Mahfujur Rahman Shishir, Moinak Kanungo, Nandanangshu Purkayastha Dhrubo, Rashik Riasat
Soprano: Farah Mehnaz, Noor E Rezia Momo, Scionara Shehry
Choreography by: Armeen Musa, additional choreography by Riaduzzaman Ridoy and Muhammad Tahmid Hussain Sumit
📼 Play Video Song 📼
Sorce: Click Here