অনুরাগের ছোঁয়া অগ্রিম পর্বে কি হতে চলেছে এই ভিডিওতে সেই ঘটনায় বলা হয়েছে অগ্রিম পর্ব দেখতে চাইলে এখানে পুরো আর্টিকেলটি পড়ে নিন। ৩১ শে মে ফুল এপিসোড রিভিউ।
Source: Click Here
মিশকার ইনজেকশনের রিপোর্ট চলে আসার পর দীপা সূর্যকে বলে যে ডাক্তারবাবু আমি ঠিকই বলেছিলাম ইনজেকশনে বিষ দেওয়া আছে। ওদিকে সূর্য দীপার দিকে গভীর নজরে তাকিয়ে থাকে। সূর্য ভীষণ রাগে দীপাকে বলে যে মিশকা কোন ভুল করেনি তারপর হসপিটালের অন্য সিনিয়র ডাক্তার দীপা কে কথা বলতে শুরু করে আর বলে যে আপনি মিসকার মত ভালো ডাক্তারের নামে বদনাম কেন ছড়াচ্ছেন।
তারপর সবাই মিলে দীপকে এভাবে অপমান করতে থাকায় দিবা কান্নায় ভেঙে পড়ে। তাই লাবণ্য দীপাকে ওখান থেকে নিয়ে চলে যায় আর দীপার সামনে হাত জোড় করে ক্ষমা চাই কারণ লাবণ্য কিছুই করতে পারলো না। যেখানে সবাই দিপাকে অপমান করল। ঠিক ওই মুহূর্তে দীপা আর লাবণ্যর কাছে এসে সূর্য দীপাকে এসে বলে যে অনেক বছর আগে মিশকা তোমার এই নাটক টা ধরে ফেলেছিল বলেই তুমি মিশকাকে সবসময় বদনাম করার চেষ্টা করো। যেখানে দীপা সূর্যকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সূর্য ভুল বুঝেছে কিন্তু সূর্য দিপার কোন কথা ই শুনতে চায় না।
ওদিকে উর্মির বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেলে উর্মিকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় দীপা উর্মিকে ঠিক একটা বনের ভালোবাসা দিয়ে সান্ত্বনা দেয়। একটু পর ডাক্তার এসে জানায় যে উর্মির ছেলে সন্তান হয়েছে যেটা জানার পর পুরো সেনগুপ্ত পরিবার ভীষণ খুশিতে মেতে ওঠে। যেখানে জয় বাবা হওয়ার পর আনন্দ সবার কাছে প্রকাশ করে। তারপর তারা সবাই বাচ্চাকে দেখার পর উর্মি কে অভিনন্দন জানানোর জন্য যখন বাচ্চাকে নিয়ে ভিতরে আসে উর্মি সবাইকে জিজ্ঞেস করে যে দিদি কই। আর উর্মীকে দীপার খোঁজ করা দেখে সবাই ভীষণ অবাক হযে যায়। লাবণ্য তো বিশ্বাসই করতে পারেনা যে উর্মি এই মুহূর্তে দীপার কথা ভাবছে অন্যদিকে জয় ভীষণ খুশি হয়ে ছুটে গিয়ে দীপাকে উর্মির কাছে নিয়ে আসে। তারপর দীপা ও ভীষণ খুশি হয়ে যখন উর্মির কাছে। আসে উর্মি বলে যে দিদি তুই যদি না থাকতিস আজ আমার কি হয়ে যেত কোন ঠিক নেই। আমার এতদিনের সব ভুলের জন্য তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটু পর দীপা রুপার খোঁজ না পেলে আবার বাইরে এসে দেখে রুপা একা বসে আছে। যেখানে রুপা বলে যে সবাই সব সময় তোমাকে অপমান করে তাই রুপা কে ওখান থেকে নিয়ে চলে যায় লাবণ্যর আটকানো সত্ত্বেও। অন্যদিকে উর্মির মাও ও দিদা যখন উর্মির বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করে উর্মি জয়ের বলে ওদেরকে এখান থেকে চলে যেতে বল আমি চাইনা আমার বাচ্চাও ওদের ধারে কাছে থাকুক আর উর্মির এমন কথা শুনে রত্না কান্না করতে শুরু করে।
অন্যদিকে উর্মির এমন পরিবর্তন দেখে অজয়ের মন ভীষণ খুশি হয়ে ওঠে অন্যদিকে উর্মি লাবণ্যকে বলে যে উর্মি চায় যে দীপাও সেনগুপ্ত বাড়িতে ফিরে চলুক আর উর্মির এমন কথা শুনে লাবণ্যের ভীষণ ভালো লাগে আর লাবণ্য বলে যে দীপার সময় হলে দীপা ঠিক বাড়িতে ফিরে আসবে। অন্যদিকে বাড়ি ফেরার পথে সোনা সূর্যকে বলে যে বাবা পচা মেয়ের মায়ের নাম আর আমার মায়ের নাম দুজনেরই মায়ের নাম দিপা তাহলে আমাদের দুজনের মা এক।
🎶 information 🎶
bangla serial star jalsha Anurager Chowa Bangla Serial Gossip Star Jalsha Ajker Porbo Anurager Chowa Upcoming Update Review
Related Post: Zinda Banda Lyrics