Source: Click Here
Bangla Version
কি যে সুখে আছি আমি
জানে আমার মন
কি যে সুখে আছি আমি
জানে আমার মন
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ আমার
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ,
কি যে সুখে আছি আমি
জানে আমার মন
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ।
মিছে হাসি সবাই দেখে
ভেতরটা দেখে না
বুকে আমার সইয়া যায় গো
মরণ ও যন্ত্রণা রে মরণ ও যন্ত্রণা,
মিছে হাসি সবাই দেখে
ভেতরটা দেখে না
বুকে আমার সইয়া যায় গো
মরণ ও যন্ত্রণা রে মরণ ও যন্ত্রণা,
আমাকে পুড়াইতে রুবির
কত আয়োজন
আমাকে কাঁদাইতে রুবির
কত আয়োজন
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ আমার
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ।
এত ছোট জীবনে কি
এত জ্বালা সয়
ভালোবাসার নামে রুবি
করলো অভিনয় রে করলো অভিনয়,
এত ছোট জীবনে কি
এত জ্বালা সয়
ভালোবাসার নামে রুবি
করলো অভিনয় রে করলো অভিনয়
আমাকে কাঁদাইতে রুবির
কত আয়োজন
আমাকে পুড়াইতে রুবির
কত আয়োজন
বুকে প্রেমের আগুন জলে
দুই চোখে শ্রাবণ আমার
বুকে প্রেমের আগুন জলে
দুই চোখের শ্রাবণ
কি যে সুখে আছি আমি
জানে আমার মন
কি যে সুখে আছি আমি
জানে আমার মন
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ আমার
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ,
কি যে সুখে আছি আমি
জানে আমার মন
বুকে চিতার আগুন জ্বলে
দুই চোখে শ্রাবণ।
🎶 Song information 🎶
Song: Kije Sukhe Aci Ami
Singer: Miraj Khan
Lyrics: Miraj Khan
Tune: Miraj Khan
Music: Miraj Khan
Label: Miraj Khan
Related Post: Roja Janeman Lyrics