Tujh Mein Rab Dikhta Hai Lyrics (তুজ মে রাব দেখতাহে) Bangla Version 2008

admin
0

Source: Click Here

Tujh Mein Rab Dikhta Hai Lyrics Bangla Version 

তু-হি-তো জান্নাত মেরি, তু-হি মেরা জুনুন

তুমি আমার জান্নাত, তুমিই আমার আবেগ/আকাঙ্খা

তু-হি-তো মান্নাত মেরি, তু-হি রুহ-কা ছুকুন

তুমি আমার চাওয়া, তুমিই আত্বার/রুহের শান্তি

তু-হি আখিও-কি থানডাক, তু-হি দিল-কি হে দাস্তাক

তুমি চোখের জন্য শীতল/ঠান্ডা (হাওয়া), তুমিই হৃদয়ের/দিলের স্পন্দন

অর কুছ না জানু মে, বাছ ইতনা হি জানু

আর কিছু জানিনা আমি, শুধু এটুকু জানি

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

ছাজদে ছাড় ঝুকতা হে, ইয়ারা মে কেয়া কারু

সিজদায় মাথা নত হয়ে যায়, প্রিয়া- আমি এখন কি করবো?

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

… … … 

ক্যাছি হে এ দুরি, ক্যাছি মাজবুরি

এটা কেমন দুরত্ব? কেমন এই অসহায়ত্ব?

ম্যায়নে নাজরো-ছে তুঝে ছু-লিয়া

আমি নজর দিয়ে তোমাকে ছুয়ে দিয়েছি

ও…হো…হো… 

কাভি তেরি খুশবু, কাভি তেরি বাতে

কখনও তোমার সুঘ্রাণ, কখনও তোমার কথাবার্তা

বিন মাঙ্গে এ জাহা(ন) পা-লিয়া

না চেয়েই, এ দুনিয়া আমি পেয়ে গিয়েছি

তু-হি দিল-কি হে রনাক, তু-হি জান্মো-কি দওলাত

তুমি হৃদয়ের/দিলের আলো, তুমিই জনম-জনমের সম্পদ

অর কুছ না জানু, বাছ ইতনা হি জানু

আর কিছু জানিনা আমি, শুধু এটুকু জানি

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

ছাজদে ছাড় ঝুকতা হে, ইয়ারা মে কেয়া কারু

সিজদায় মাথা নত হয়ে যায়, প্রিয়া- আমি এখন কি করবো?

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

… … … 

ভাছদি, ভাছদি, ভাছদি

(সে) বাস করে, বাস করে, বাস করে,

দিল-দে দিল ভিছ ভাছদি

সে আমার হৃদয়ে বাস করে।

হাছদি, হাছদি, হাছদি

(সে) হাসে, হাসে, হাসে

দিল রোভে তে হাছদি

সে প্রাণ খুলে হাসে।

রাব-নে বানা-দি জুড়ি…হায়…এ… 

রব এই জুড়ি তৈরি করে দিয়েছে

ভাছদি, ভাছদি, ভাছদি

(সে) বাস করে, বাস করে, বাস করে,

দিল-দে দিল ভিছ ভাছদি

সে আমার হৃদয়ে বাস করে।

হাছদি, হাছদি, হাছদি

(সে) হাসে, হাসে, হাসে

দিল রোভে তে হাছদি

সে প্রাণ খুলে হাসে।

… … … 

ছম-ছম আয়ে, মুঝে তারছায়ে

ছম-ছম করে যখন আসো (বৃষ্টির মতো করে), আমি তৃষ্ণার্ত হয়ে যাই

তেরা ছায়া ছেড়-কে চুমতা

তোমার ছায়ার (Shadow) পিছু পিছু ঘুরি আর চুমু খাই (তোমার ছায়াকে)

ও হো ও… তু-জো মুছকায়ে, তু-তজো শর্মায়ে

ও হো হো… তুমি যখনই হাসো, তুমি যখনই লজ্জা পাও/ লজ্জায় লাল হও

জ্যাছে মেরা হে খুদা জুমতা

(দেখে মনে হয়) আমার খোদা যেনো আনন্দে নাচছে

তু-হি মেরি হে বারকত, তু-হি মেরি ইবাদত

তুমি আমার বরকত, তুমিই আমার ইবাদত

অর কুছ না জানু, বাছ ইতনা হি জানু

আর কিছু জানিনা আমি, শুধু এটুকু জানি

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

ছাজদে ছাড় ঝুকতা হে, ইয়ারা মে কেয়া কারু

সিজদায় মাথা নত হয়ে যায়, প্রিয়া- আমি এখন কি করবো?

তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু

তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?

ভাছদি, ভাছদি, ভাছদি

(সে) বাস করে, বাস করে, বাস করে,

দিল-দে দিল ভিছ ভাছদি

সে আমার হৃদয়ে বাস করে।

হাছদি, হাছদি, হাছদি

(সে) হাসে, হাসে, হাসে

দিল রোভে তে হাছদি

(সে) প্রাণ খুলে হাসে।

রাব-নে বানা-দি জুড়ি…হায়…এ… 

রব এই জুড়ি তৈরি করে দিয়েছে


🎶 Song information 🎶 

Song: Tujh Mein Rab Dikhta Hai

Singer: Roop Kumar Rathod

Music: Salim-Sulaiman

Lyrics: Jaideep Sahni

Related Post: Khamoshiyan Lyrics

Post a Comment

0Comments
Post a Comment (0)