Apon Korbo Kare Ami Lyrics - আপন করবো কারে আমি - Sukumar Baul - Bangla Version 2023

admin
0

 Apon Korbo Kare Ami Lyrics - আপন করবো কারে আমি - Sukumar Baul - Bangla Version 2023

Bangla Version

আপন করব কারে আমি

আপন করবো কারে হায়রে !

আপন করব কারে আমি

আপন করবো কারে।


স্বার্থে যখন আঘাত পড়ে

আপন মানুষ পর করে

স্বার্থে যখন আঘাত পড়ে

আপন মানুষ পর করে।


আপন করব কারে আমি

আপন করবো কারে হায়রে !

আপন করব কারে আমি

আপন করবো কারে।


ভালোবাসার মানুষেরে

করা যায়না আঘাত

জমা কষ্ট হানা দেয় রে

নিরব হলেই রাত।


বুকের মাঝে যত্ন কইরা

জায়গা দিবা যারে,

তার আঘাতে বুকের ব্যথা

কান্দি বা অঝরে।


সোনার দেহ ছাই করিলাম

তবুও বুঝলো নারে।


আপন করব কারে আমি

আপন করবো কারে হায়রে !

আপন করব কারে আমি

আপন করবো কারে।


সময় সুযোগ দেখে মানুষ

হয়রে আপন পর

মুখ দেখে যায় না বোঝা

মনেরি ভিতর।


রাতকে আমি দিন করে

সাজাইলাম যে ঘর

দূরে ঠেলে দিয়ে আমায়

তারাই করলো পর।


সোনার দেহ সাই করিলাম

তবু বুঝলো নারে।


আপন করব কারে আমি

আপন করবো কারে হায়রে !

আপন করব কারে আমি

আপন করবো কারে।


আপন মানুষ ছাড়া কারো

অন্তর পুড়ে নারে

সইতে কইতে পারি না রে

যাব একদিন মরে।


বিশ্বাস করে বুকের ভিতর

জায়গা দিবাকারে

দুঃখের কথা শুনলেই মানুষ

যায়রে দূরে সরে।


সোনার দেহ ছাই করিলাম

তবু বুঝলো নারে।


আপন করব কারে আমি

আপন করবো কারে হায়রে !

আপন করব কারে আমি

আপন করবো কারে।


আপন করব কারে আমি

আপন করবো কারে হায়রে !

আপন করব কারে আমি

আপন করবো কারে।

Song Information

Song : Apon Korbo Kare Ami

Singer : Baul Sukumar

Lyrics : Jashim Uddin Akash

Tune : Sk Sanu

Music : AH Turjo

Dop : Js Zeeshan

Edit & Color : Si Alif
Source: Click Here

Post a Comment

0Comments
Post a Comment (0)