Anurag Chowya Today Episode 05 June Review | BD Story Net (অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 05 জুন রিভিউ) BD Story Net

admin
3 minute read
0

Source: Click Here


রুপার প্রশ্নের উত্তর দিতে রুপাকে সাথে নিয়েই কবিরের বাড়িতে গিয়ে সত্যের উদঘাটন করল সূর্য। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।

স্কুল ছুটির পর সোনাকে নিতে গেলেও রুপা কিছুতেই সূর্যের ধারে কাছে ঘেষে না। সূর্যকে দেখে রুপা দূরে দাঁড়িয়ে থাকে। সূর্যর চোখে চোখ পড়ে রুপা তবুও এগিয়ে আসে না। সূর্য রুপাকে গিয়ে বলে কি হলো রুপা ডাক্তারবাবুর সাথে কথা বলবে না চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

রুপা সূর্য কে বলে না ডাক্তারবাবু রুপার মা এসে রূপাকে ঠিক নিয়ে যাবে তুমি হিংসুকুটিকে নিয়ে চলে যাও রুপার এত ভালোবাসার দরকার নেই। ডাক্তারবাবু, রুপার কথার কোন অর্থ বুঝতে পারে না মনে মনে ভাবে কি ভাবছে রুপা কেনই বা এইভাবে কথা বলছে নিশ্চয় ওর মনের মধ্যে কিছু একটা চলছে আমাকে জানতে হবে। আমি চাইনা রুপা কষ্টে থাক।

ওখানে দীপা চলে আসে রুপাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। তাই সূর্য সোনাকে নিয়ে বাড়িতে চলে যায় তবে সোনাকে বাড়িতে রেখেই সূর্য বেরিয়ে আসে রুপার বাড়িতে যাওয়ার জন্য। মনে মনে ভাবে দীপা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে কি হয়েছে রুপার আমাকে জানতে হবে। কেন রুপা এভাবে কথা বলছে? কি চলছে ওর মনে নিশ্চয়ই ওর মনের মধ্যে কোন ভুল ধারণা এসেছে আমাকে ওই ভুল ধারণা ভেঙে দিতে হবে।

এরপরে দেখা যায় সূর্য দীপার বাড়িতে যায়। তবে দরজায় দাঁড়িয়েই সূর্য শুনতে পায় রুপা দীপাকে বলছে, মা আমার খুব ইচ্ছে করে ডাক্তারবাবুকে বাবা বলে ডাকতে কিন্তু জানো আমি না বাবা বলে ডাকি না, হিংসুকুটি বাবা বলে ডাকে ডাক্তারবাবুকে আমি চুপ করে দাঁড়িয়ে থাকি।ডাক্তারবাবু কখন ই আমাকে মেয়ে হিসেবে স্বীকার করবে না কেন মা ডাক্তারবাবুর এত কিসের অভিমান। দিদিভাই বলেছে বাবা একদিন ঠিক আমাদেরকে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু বাবা তো কখনো তার জীবনে তোমাকে ফেরাবে না বাবা তো সেটাই বলেছে। যদি আমরা ও বাড়িতে যাই বাবা ওই বাড়ি থেকে চলে যাবে আমি চাইনা ডাক্তারবাবুকে কষ্ট দিতে। কিন্তু আমার খুব থাকতে ইচ্ছে করে ওদের সাথে দিদি ভাইয়ের সাথে দাদু ভাইয়ের সাথে হিংসুকুটির সাথে সূর্য শুনে অবাক হয়ে যায় মনে মনে ভাবে ও আচ্ছা তার মানে সবাই মিলে রূপাকে বুঝিয়েছে রুপা আমার মেয়ে তাইতো। না না কক্ষনো না আমি রুপার মনে এই ভান্ত ধারণা গড়ে উঠতে দিব না। রুপার আসল বাবা কে রুপাকে দেখাতেই হবে সত্যি রুপার সামনে নিয়ে আসতে হবে এই বলে সূর্য রুপাকে গিয়ে বলে রুপা ডাক্তারবাবুর সাথে যাবে একটা জায়গায়। রুপা অবাক হয়ে যায় সূর্যের কথা শুনে রুপা সূর্যকে বলে কোথায় যাব ডাক্তার বাবু সূর্য চোখে রাগ দেখতে পায় দীপা চুপ হয়ে থাকে তবে সূর্য রূপাকে কোলে নিয়ে বলে চলো আজ ডাক্তারবাবু তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। এই বলে রুপাকে সাথে নিয়ে সূর্য কবিরের বাড়িতে যায়। চমকে যায় রুপা ভালো মামুকে দেখে রুপা কবিরকে বলে ভালো মামু এটা বুঝি তোমাদের বাড়ি ডাক্তার বাবু তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে। সূর্য রুপাকে বলে রুপা তুমি চাও না তোমার বাবা তোমাকে ভালোবাসুক কাছে টেনে নিক তাই আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে এসেছি তোমার বাবা এতদিন লুকিয়ে ছিল।

কবিরকে অপমান করে কথা বলায় শিবানী ক্ষেপে গিয়ে সূর্যকে এসে বলে ডঃ সূর্য সেনগুপ্ত আপনি আবারো ভুল করছেন এবার আপনার চোখ খুলে দিব আমি নিজে কবির ওর বাবা নয় কবির ওর মামা আর ওর বাবা আপনি। রুপা খুব ভালো করেই বুঝতে পারে এতদিন ধরে সূর্য এই ভুল ধারণা নিয়েই তার মাকে কষ্ট দিয়ে আসছে। তাই রুপা সূর্যকে বলে কি ডাক্তার বাবু এবার বিশ্বাস হলো তো কবির আমার মামু হয় আর কখনো আমাকে মিথ্যে পরিচয় দেবে না কখনো আমার মাকে কষ্ট দিবে না সূর্য চুপটি করে দাঁড়িয়ে থাকে বুঝতে পারে না সূর্য সে এখন কি বলবে রুপাকে।

Related Post: Anurag Choya Today Episode 02 June Review BD Story Net

Post a Comment

0Comments
Post a Comment (0)