Source: Click Here
মায়ের সম্মান রক্ষা করতে ক্রুদ্ধ মূর্তি নিয়ে রত্না দেবের বাড়িতে ছুটে এসে সূর্যকে কঠিন জবাব দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।
Related Post: Mithai – Bangla TV Serial – Ep 875
উর্মীর সন্তানকে একটা নজর দেখার জন্য মনটা ছটফট করে দীপার। তাই দিপা রুপাকে লুকিয়ে রত্না দেবীর বাড়িতে এসে হাজির হয়। দিপাকে দেখেই উর্মি হাতজোড় করে দীপার কাছে ক্ষমা চায় পুরনো সব অন্যায়ের জন্য এবং দীপা কে বলে দিদি তুই ফিরবি তো ও বাড়িতে আমার সন্তানের যে তোর খুব প্রয়োজন দিদি তুই যদি ওই বাড়িতে না ফিরিস আমার সন্তানের ভালো হবে না রে। উর্মীর কথার কোন উত্তর দিতে পারেনা দিপা। দীপা চুপ করে থাকে, জয় মনে মনে ভাবতে থাকে যে করেই হোক দাদাকে এখানে নিয়ে আসতে হবে। দাদা এই ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এ বলেই সূর্য জয় কে ফোন করে একটা বার রত্নদেবের বাড়িতে আসতে বলে তার সন্তানের জন্য জয় এ কথা ফেলতে পারেনা সূর্য তাই সূর্য উপহার নিয়ে জয়ের সন্তানকে দেখতে আসে। সেখানে দিপাকে দেখেই সূর্য আবারো দিপার দিকে দোষের আঙুল তোলে উর্মি সহ সবাই যখন সূর্যকে বলে রুপা আর দিপাকে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা তখন সূর্য কঠিন জবাব দিয়ে উর্মি এবং তার পরিবারের মানুষজনকে জানিয়ে দেয় কিছু তেই সে দিপা আর রুপাকে মেনে নেবে না। যদি দীপা আর রুপা সেনগুপ্ত বাড়িতে ফিরে তাহলে কক্ষনো সেও বাড়িতে থাকবে না সে বিদেশ চলে যাবে। দীপার মত ঠকবাজ প্রতারকের জায়গা সে আর কক্ষনো তার জীবনে দিবে না। দীপা কে যখন অপমান করে কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে রুপা এসে হাজির হয় রুপা বলে খবরদার ডাক্তার বাবু তুমি আমার মাকে অপমান করবে না। আমার মাকে অপমান করার অধিকার তুমি হারিয়েছ। রুপার মুখ থেকে এমন কথা শুনে চমকে উঠে যায় সূর্য। দীপা বুঝতে পারে রুপা তাকে ফলো করে এখানে চলে এসেছে রুপা দিপাকে বলেছিল তুমি খবরদার আর ও বাড়িতে যাবে না মা যদি ও বাড়িতে যাও তাহলে আমি সকলকে বলে দেব ডাক্তার বাবু আমার বাবা। রুপা রুদ্ধ মূর্তি নিয়ে সূর্যকে বলে ডাক্তারবাবু আমি সব জেনে গেছি যা তুমি জানো না আমি তাও জেনে গেছি তবে তুমি এবার আমার মাকে কষ্ট দিতে পারবে না রুপা থাকতে রুপার মায়ের কোন কষ্ট হবে না আমি আমার মায়ের সব কষ্ট দূর করে দিব তুমি আমার মাকে কখনো অপমান করবে না। সূর্য অবাক হয়ে যায় রূপার প্রতিবাদী রূপ দেখে।