Bangla Version
এই বিকেলে তোকে ফেলে
যেতে চাইছে না মন,
এই লগনে প্রেম গগনে
কাছে তোকে চাই ভীষণ
ওরে মন মন রে
ওরে মন,
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন...
ওরে মন মন রে
ওরে মন,
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ !
বেপরোয়া এই মনটা কে
তুই শিখালি বাঁধলি প্রেমে
বেপরোয়া এই মনটা কে
তুই শিখালি বাঁধলি প্রেমে
তোকে দেখলেই এই দু চোখে
যেন স্বর্গ আসে নেমে,
ওরে মন মন রে
ওরে মন,
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন,
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ !
বেহায়া এই আবেজী
তাই পিছু ছারে না
বেহায়া এই আবেজী
তাই পিছু ছারে না
তোর খুশিতেই আমি জিতে যাই
কখনো যে হারিনা,
ওরে মন মন রে
ওরে মন,
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন,
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ..।
Song : Ore Mon
Singer : Porshi & Arfin Rumey
Lyric : Anurup Aich
Tune : Arfin Rumey
Music Programming : Arfin Rumey
Director : Rommo Khan
Cast : Porshi , Arfin Rumey , Shahriar Nisan
Makeup Artist : Babu