Bangla Version
চাঁদের আলোতে নয়
তোমার প্রেমের আলোয়
মায়াবী রাত জেগে রই
জোছনা ছিল, যেন জোনাক হয়ে
বললে তুমি কানে কানে
কানে কানে।
চাঁদের আলোতে নয়
তোমার প্রেমের আলোয়
মায়াবী রাত জেগে রই
জোছনা ছিল, যেন জোনাক হয়ে
বললে তুমি কানে কানে
কানে কানে।
তোমার অশান্ত ছোঁয়ায়
এই মনে হাওয়া বয়ে যায়
দিনের রবি রাতের তারা
সবই যেন মিছে হয়।
তোমার অশান্ত ছোঁয়ায়
এই মনে হাওয়া বয়ে যায়
দিনের রবি রাতের তারা
সবই যেন মিছে হয়।
এ যে মনের কোকিল
বলছি আমায় কানে কানে,
গানে গানে।
চাঁদের আলোতে নয়
তোমার প্রেমের আলোয়
মায়াবী রাত জেগে রই
জোছনা ছিল, যেন জোনাক হয়ে
বললে তুমি কানে কানে
কানে কানে।
তোমার দু চোখের মায়ায়
কি যেন কি হয়ে যায়
ঘর ছেড়ে পথে নেমে
থাকবো নিয়ে আজ তোমায়।
তোমার দু চোখের মায়ায়
কি যেন কি হয়ে যায়
ঘর ছেড়ে পথে নেমে
থাকবো নিয়ে আজ তোমায়।
কিযে সুখের প্রদীপ
জ্বলছে আমার প্রাণে প্রাণে
প্রাণে প্রাণে।
চাঁদের আলোতে নয়
তোমার প্রেমের আলোয়
মায়াবী রাত জেগে রই
জোছনা ছিল, যেন জোনাক হয়ে
বললে তুমি কানে কানে
কানে কানে।
চাঁদের আলোতে নয়
তোমার প্রেমের আলোয়
মায়াবী রাত জেগে রই
জোছনা ছিল, যেন জোনাক হয়ে
বললে তুমি কানে কানে
কানে কানে।
Song: Chader Alote Noy | চাঁদের আলোতে নয়
Singer: Nancy | ন্যান্সি
Lyrics: Hasib
Tune & Music: Pancham
Album: Amar Priyotomo
Label: Sangeeta