Bangla Version
এইতো সেদিন আমার ছিলি
বুকের মধ্যেখানে
আজকে হঠাৎ সেই হাসি মুখ
পড়ছে ভীষণ মনে।
এইতো সেদিন আমার ছিলি
বুকের মধ্যেখানে
আজকে হঠাৎ সেই হাসি মুখ
পড়ছে ভীষণ মনে।
এরই মধ্যে কেটে গেল
জানি অনেক দিন
আমার জীবন সাদা কালো
তুই ঠিকই রঙিন।
বড় দেখতে ইচ্ছে করে
বড় দেখতে ইচ্ছে করে
বেইমানেরা কেমন থাকে
মনটা ভেঙেচুরে।
বড় দেখতে ইচ্ছে করে
বড় দেখতে ইচ্ছে করে
বেইমানেরা কেমন থাকে
মনটা ভেঙেচুরে।
তোর ভালোবাসা মিথ্যে ছিল
তা বুঝিনি আমি
তোর কাছে তা খেলনা হলেও
আমার ছিল দামি।
আমায় ছেড়ে দিনগুলো তোর
কাটছে জানি বেশ
আমার খুশি গুলো হারিয়ে গেছে
শুনছে নিরুদ্দেশ।
তোকে ছাড়া একলা থাকা
ভীষণ কঠিন
আমার জীবন সাদা কালো
তুই ঠিকি রঙিন।
বড় দেখতে ইচ্ছে করে
বড় দেখতে ইচ্ছে করে
বেইমানেরা কেমন থাকে
মনটা ভেঙেচুরে।
বড় দেখতে ইচ্ছে করে
বড় দেখতে ইচ্ছে করে
বেইমানেরা কেমন থাকে
মনটা ভেঙেচুরে।
সেই ছোট্ট ছোট্ট সময় গুলো
পড়বে রে তোর মনে,
নীরবে তে চোখের পানি
ফেলবি খুব গোপনে।
মান ভাঙ্গানোর মানুষটার
থাকবে না তোর পাশে
লুকাবি তুই দুঃখগুলো
মিথ্যে হাসি হেসে।
নিজের হাতে ভাঙ্গলি আমার
সোনালী সুদিন
আমার জীবন সাদা কালো
তুই ঠিকই রঙিন।
বড় দেখতে ইচ্ছে করে
বড় দেখতে ইচ্ছে করে
বেইমানেরা কেমন থাকে
মনটা ভেঙেচুরে।
বড় দেখতে ইচ্ছে করে
বড় দেখতে ইচ্ছে করে
বেইমানেরা কেমন থাকে
মনটা ভেঙেচুরে।
Song: Amar Jibon Sada Kalo/আমার জীবন সাদা কালো
Singer: Akash Mahmud
Lyrics: Ashique Mahmud
Tune & Music: Akash Mahmud
Flute: Jalal Ahmed
Label: TR MUSIC STATION