Bangla Version
আমি সবার জন্য করলাম কত
হইলাম না কারো মনের মত,
আমি সবার জন্য করলাম কত
হইলাম না কারো মনের মত।
কাছে গেলে সবাই আপন
কাছে গেলে সবাই আপন!
দূরে গেলে নাই...
শান্তি খুঁজি শান্তি খুঁজি
শান্তি কোথায় পাই?
শান্তি বুঝিয়ে নাইরে আমার
শান্তি বুঝি নাই।
শান্তি খুঁজি শান্তি খুঁজি
শান্তি কোথায় পাই?
শান্তি বুঝিয়ে নাইরে আমার
শান্তি বুঝি নাই।
যতনে ছিলো যে পাখি
সেও গেছে চলে,
স্বার্থে সবাই যে বন্দি
মন যে ভীষণ জ্বলে...
মন যে ভীষণ জ্বলে।
যতনে ছিলো যে পাখি
সেও গেছে চলে,
স্বার্থে সবাই যে বন্দি
মন যে ভীষণ জ্বলে...
মন যে ভীষণ জ্বলে।
আপন আর ভাবি কারে
আপন আর ভাবি কারে?
আপন কোথাও নাই।
শান্তি খুঁজি শান্তি খুঁজি
শান্তি কোথায় পাই?
শান্তি বুঝিয়ে নাইরে আমার
শান্তি বুঝি নাই।
শান্তি খুঁজি শান্তি খুঁজি
শান্তি কোথায় পাই?
শান্তি বুঝিয়ে নাইরে আমার
শান্তি বুঝি নাই।
হৃদয়ে রক্ত ঝরে
বলি যে আর কারে?
বাহির দিয়ে সবাই দেখে
ভিতর দেখে নারে...
ভিতর দেখে নারে।
হৃদয়ে রক্ত ঝরে
বলি যে আর কারে?
বাহির দিয়ে সবাই দেখে
ভিতর দেখে নারে...
ভিতর দেখে নারে।
আরমান তাই ভেবে বলে
আরমান তাই ভেবে বলে!
সুখ তো কোথাও নাই।
শান্তি খুঁজি শান্তি খুঁজি
শান্তি কোথায় পাই?
শান্তি বুঝিয়ে নাইরে আমার
শান্তি বুঝি নাই।
শান্তি খুঁজি শান্তি খুঁজি
শান্তি কোথায় পাই?
শান্তি বুঝিয়ে নাইরে আমার
শান্তি বুঝি নাই।
Song : Shanti Bujhi Nai
Singer : Baul Sukumar
Lyricist : Arman Siddique
Tune : AH Turjo
Music : AH Turjo
Studio : TJ Music
Dop : Js Zeshan
Ass. Dop : Arshar Rohan
Edit : Js Zeeshan
Color : Js Zeeshan
Label : Borno Music